Monday, January 21, 2019

বিশেষ সতর্কীকরণ

বিশেষ সতর্কীকরণ

আশেকে রাসূল ভাইয়েরা! আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত কিছুদিন যাবত দেখা যাচ্ছে ফেসবুকে বিভিন্ন নামে-বেনামে একাউন্ট চালু করে ও গ্রুপ খুলে আমাদের ছবি এমনকি আমাদের নাম ব্যবহার করে কথাও প্রচার করা হচ্ছে।

























বাংলাদেশ সরকারের ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে- “একজন ব্যক্তির ছবি অন্য একজন ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।” সুতরাং অন্য কারো একাউন্টের প্রোফাইল পিকচার, কভার ফটো কিংবা গ্রুপের কভার ফটোতে আমাদের ছবি ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ ও গর্হিত কাজ। তাই এই কাজ থেকে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আরো জানাচ্ছি যে, আমাদের ভেরিফাইড পেইজ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের আর কোন একাউন্ট, পেইজ বা গ্রুপ নেই। কেউ আমাদের নামে ফেসবুক একাউন্ট বা গ্রুপ চালু করে আমাদের নাম ব্যবহার করলে আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের নতুন নতুন খবরা খবর জানতে আমাদের ভেরিফাইড পেইজের সাথে থাকুন। আমাদের ব্যবহৃত ভেরিফাইড পেইজসমূহ হলো-
https://www.facebook.com/thevoiceofmuhammadiislam/
https://www.facebook.com/Dr-Syed-M-Sayedur-Rahman-Al-Mahbubi-1959859344078411/
https://www.facebook.com/Dr-Syed-AFM-Barkat-E-Khoda-919059081561970/
https://www.facebook.com/Syed-AFM-Rahmat-E-Khoda-1513999225343882/

প্রফেসর ডক্টর সৈয়দ এ.এফ.এম. বরকত-এ-খোদা
সৈয়দ এ.এফ.এম. রহমত-এ-খোদা

No comments: