Thursday, February 28, 2019

আজ ২৮শে ফেব্রুয়ারী, শুকরিয়া দিবস

আজ ২৮শে ফেব্রুয়ারী, শুকরিয়া দিবস

আজ ২৮শে ফেব্রুয়ারী আশেকে রাসূলদের জন্য শুকরিয়া আদায়ের দিন। গত বছর এদিনে আমাদের মহান মোর্শেদ মহান সংস্কারক মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মাঃ আঃ) দয়াল বাবাজান ইউনাইটেড হাসপাতালে ২৫ দিন চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে ২৮শে ফেব্রুয়ারী তাঁকে বাবে রহমত দেওয়ানবাগ শরীফে ফিরিয়ে আনা হয়। আজকের এই শুভ দিনে মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে জানাই লাখো শুকরিয়া। আল্লাহ্ তায়ালার কাছে প্রার্থনা জানাই- হে প্রভু! তুমি দয়া করে আমাদের দয়াল বাবাজানের হায়াত মোবারক দারাজ করে দাও। তাঁর শরীর মোবারক পূর্ণ সুস্থ রেখো। সারা দুনিয়ার মানুষ যেন তাঁর পরিচয় পেয়ে মোহাম্মদী ইসলামের শিক্ষা গ্রহণ করে আশেকে রাসূল হতে পারে, সেই তাওফিক ভিক্ষা দাও। আমীন।

ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল্-মাহবুবী
মহাসচিব
দেওয়ানবাগ শরীফ

No comments: